ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ার কুমারখালীতে অনু্ষ্ঠিত হয়ে গেল ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রীষ্মকালীন ফুটবল, ভলিবল, সাঁতার ও দাবা প্রতিযোগীতা।
বৃহস্পতিবার দিনব্যাপী কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়ার আয়োজন করে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি। এতে উপজেলার অন্তত ৪২ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশ নেয়।
বিকেলে পুরস্কার বিতরণী অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নাজমুল হকের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খোন্দকার জিয়াউর রহমান। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, মেধা বিকাশ, সুস্থ দেহ ও মন গঠনে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করতে হবে। জাতীয় পর্যায়ের খেলোয়ার তৈরির লক্ষ্যে নিয়মিত এমন খেলাধূলার আয়োজন করা প্রয়োজন।
বিডি প্রতিদিন/এএম