শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ৩৫টি মন্দিরে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে এ উপহার হস্তান্তর করা হয়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির কমিটির সদস্যদের হাতে উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সমাজের অংশ। দুর্গাপূজা ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার প্রতীক।”
অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টুসহ স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ