মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা যুদ্ধ শেষ করতে এবং জিম্মিদের মুক্ত করার বিষয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার হোয়াইট হাউস থেকে নিউইয়র্কে অনুষ্ঠিত রাইডার কাপ গলফ টুর্নামেন্টে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, আমাদের হাতে এখন গাজার বিষয়ে একটি চুক্তি আছে বলে মনে হচ্ছে। এ চুক্তির মাধ্যমে জিম্মিরা ফিরবে এবং যুদ্ধও শেষ হবে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে, জাতিসংঘের অধিবেশনে যখন বিভিন্ন দেশের নেতারা একত্রিত হয়েছেন, তখন যুক্তরাষ্ট্র একটি ২১ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছে। এর লক্ষ্য হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটানো।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এই প্রস্তাব সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
ট্রাম্প আরও জানান, তিনি বৃহস্পতিবার কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার আলোচনা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল