ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস আর বোলিংয়ে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শাহিন শাহ আফ্রিদি। সেই স্বীকৃতি তিনি উৎসর্গ করলেন নিজের স্ত্রী ও পুত্রের জন্য।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়া কাপের অঘোষিত সেমি-ফাইনালে জয়ের নায়ক আফ্রিদি। পাকিস্তানের বাঁহাতি পেসার প্রথম ব্যাট হাতে হাতে খেলেন ২ ছক্কার মারে ১৩ বলে ১৯ রানের ইনিংস।
পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে নেন ৩ উইকেট। পাওয়ার প্লেতে তার জোড়া শিকারের পর আর পথ খুঁজে পায়নি বাংলাদেশ। অলরাউন্ড নৈপুণ্যে তাই ম্যাচ সেরার পুরস্কার ওঠে আফ্রিদির হাতেই।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে স্ত্রী-পুত্রকে উৎসর্গ করার কথা বলেন এই বাঁহাতি পেসার।
তিনি বলেন, “আমি এই পুরস্কার আমার সুন্দরী স্ত্রী ও পুত্রকে উৎসর্গ করতে চাই। তারা এখানে আছে। তাদেরকে উৎসর্গ করছি। শুরুতেই আমি উইকেট নেওয়ার চেষ্টা করি। কারণ দল শুরুতে ব্রেক থ্রু চায়। আমি সেটির চেষ্টাই করি।”
অথচ তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসানদের বোলিংয়ে পাকিস্তানকে ১৩৫ রানে আটকে ফেলেছিল বাংলাদেশ। তখন পাকিস্তানও ভেবেছিল, ১৫ রান কম করেছে তারা। কিন্তু শুরুতে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়েই বিপদে পড়ে যায় বাংলাদেশ।
আফ্রিদি বললেন, সেটিই তাদেরকে এগিয়ে দিয়েছে।
তিনি বলেন, “অল্প পুঁজির ক্ষেত্রে আপনার দ্রুত ব্রেক থ্রু দিতে হয়। আমাদেরও সেরকমই পরিকল্পনা ছিল। পাওয়ার প্লের ওই ৩ ওভার পার্থক্য গড়ে দিয়েছে আমার মতে।”
বিডি প্রতিদিন/নাজিম