সীমিত পরিসরে আগামী নভেম্বর থেকে চার মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। গতকাল সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন। পর্যটকদের জন্য সেন্টমার্টিন কবে থেকে চালু হচ্ছে জানতে চাইলে সচিব বলেন, ‘আপনারা সবাই জানেন আমরা পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করছি। এখানে পর্যটকদের জন্য খোলার আগে আমাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে হবে। যেহেতু এটা ইউএন হেরিটেজ জায়গা। সেখানে আমাদের প্রবালসহ সব কিছু সংরক্ষণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি সীমিত পরিসরে আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। সেখানে প্রতিদিন ২ হাজার করে পর্যটক যাবেন। এ বিষয়ে আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি।
যেটা জাহাজশিল্পের সঙ্গে ইন্টিগ্রেশন করার কাজ চলমান আছে। আমরা আশা করব নির্দিষ্ট সময়ে খুলতে পারব। যেটা নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে।’ সচিব আরও বলেন, ‘আমরা প্রথম দুই মাস দিনের ট্যুর চালু করব। পরের দুই মাস রাতে থাকতে পারবেন পর্যটকরা। কিন্তু প্রতিদিন পর্যটকের সংখ্যা দুই হাজারই থাকবে। আমরা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলমান করব।’