বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মো. খায়রুল হাসান বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া না হলে জুলাই বিপ্লব অকার্যকর হয়ে পড়বে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন উপজেলা আমির মো. আফতাব উদ্দিন।
গতকাল সকালে সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশ শেষে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিল শেষ হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মী, ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, জুলাইকে যদি আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে বিপ্লবীদের সন্ত্রাসী আখ্যায়িত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং ফ্যাসিবাদী বন্দোবস্ত আবার ফিরে আসবে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আশা-আকাক্সক্ষা ছিল ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা। জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। এর পূর্বশর্ত হলো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। আমরা এখনো সবার জন্য সমতল মাঠ দেখছি না।