রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে শনিবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাত ১১টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'রাতে এক নম্বর প্ল্যাটফর্মে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। কেউ হতাহত হয়নি। রেলওয়ে পুলিশ বিষয়টি দেখছে। আমরা জানি, দুর্বৃত্তরা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।'
এদিন রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), পল্লবী, হাতিরঝিল, মৌচাক ও মিরপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/মুসা