বলিউডে ‘সাথিয়া’, ‘কোম্পানি’, ‘প্রিন্স’ ও ‘মস্তি’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করলেও দীর্ঘ সময় শিল্পজগৎ থেকে দূরে ছিলেন বিবেক ওবেরয়। কর্মজীবনের শুরুতেই সম্ভাবনাময় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করা বিবেক একসময় নানা বিতর্কে জড়িয়ে পড়েন। তবে ক্যারিয়ারের প্রারম্ভেই এমন একটি ভয়াবহ ঘটনা ঘটে, যা তার জীবনে দাগ কেটে গেছে। আর মাত্র একচুলের ভুলেই প্রাণ হারাতে পারতেন তিনি।
ঘটনাটি ২০০২ সালের। রাজস্থানে শুটিংয়ের কাজে গিয়ে বিকানের থেকে জয়সালমেরের পথে ছিলেন বিবেক। মাঝরাতে ফাঁকা, মসৃণ রাস্তা দেখে গাড়ি চালক গতি বাড়িয়ে দেন। বিবেক আপত্তি জানালেও চালক তা শোনেননি। কিছুক্ষণ পর ক্লান্তিতে চোখ লেগে আসে অভিনেতার।
হঠাৎ বিকট শব্দে গাড়ি থেমে যায়। ঘুম ভেঙে চোখ মেলতেই তিনি দেখেন গাড়ির সামনের কাচ ভেঙে একটি লোহার রড মাথার ঠিক ওপরে এসে ঢুকে আছে। মাত্র কয়েক ইঞ্চি এদিক–ওদিক হলেই সেই রড তার বুকে গেঁথে যেতে পারত। অল্পের জন্যই রক্ষা পান তিনি।
বিবেক জানান, উটবোঝাই একটি গাড়ি থেকে বেরিয়ে থাকা লোহার রডই এই দুর্ঘটনার কারণ ছিল। সেই ভয়াবহ অভিজ্ঞতার পর তিনি আর কখনও রাতে দীর্ঘ যাত্রা করতে চান না।
অভিনেতার কথায়, 'মরেই যেতাম সেদিন, আক্ষরিক অর্থেই মৃত্যু আমার মাথার ওপরে ছিল।'
বিডি প্রতিদিন/মুসা