দীর্ঘ ১৬ বছর পর আজ হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। নেতা-কর্মীর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে এ সম্মেলন হবে। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরসহ প্রধান সড়কগুলো ছেঁয়ে গেছে পোস্টার-ব্যানার-ফেস্টুনে। দলীয় সূত্র জানায়, সম্মেলনে ভার্চুয়ালি বক্তৃতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সম্মেলনের উদ্বোধক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।