বগুড়ায় বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শাহীনুর ইসলাম সজীব (৩৫), খাইরুল ইসলাম (৪০) ও আবদুল মালেক মন্ডল (৪৫)। তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি পটকা, ৫৫০ গ্রাম গান পাউডার, দুটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়। রবিবার রাতে বকশি বাজার থেকে এসব উদ্ধার করা হয়। গতকাল র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ প্রেস ব্রিফিং এ তথ্য জানান।