ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে ছেলের হাতুড়ি পেটায় মা বিলকিস বেগম (৩৮) নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিলকিস বেগম ওই গ্রামের রাজমিন্ত্রি রেজাউল ইসলাম রেজার স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে সাকিব হোসেন ওরফে লাদেনকে (১৯) পুলিশ গ্রেপ্তার করেছে। প্রতিবেশী যুবদল নেতা জুলফিক্কার আলী ভুট্টো জানান, ১০ নভেম্বর লাদেন তার মায়ের কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে মাকে হাতুড়ি দিয়ে মাথায় ৮-১০টি আঘাত করে এবং ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মাকে বাথরুমে আটকে রাখে। এরপর সে বাড়ি ভাঙচুর শুরু করে। টের পেয়ে প্রতিবেশীরা এসে মাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।