শেরপুর শহরের নয়ানি বাজারের শতরূপা জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে চুরি হয়েছে। রবিবার রাত থেকে গতকাল সকালের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আতিকুর রহমান তাপস।
তিনি বলেন, প্রতিদিনের মতো রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরদিন বেলা ১১টার দিকে এসে দোকানের তালা খুলে দেখি শোরুমের ভিতরে স্বর্ণালংকার রাখা ট্রেগুলো এলোমেলো এবং সিন্দুকের তালা ভাঙা। সদর থানার ওসি জুবায়েদ আলম জানান, এজাহার পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।