ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠায় বারবার তারা ব্যর্থ হয়েছে। নিজেদের পকেট ভারী করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পেশিশক্তির ব্যবহার করেছে। ইসলামী আন্দোলনের কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক এবং ঢাকা-৭ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুর রহমানের সমর্থনে গতকাল বাদ জুমা রাজধানীর কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন। কামরাঙ্গীরচর ছাতা মসজিদ থেকে শুরু হয়ে কয়েক হাজার নেতা-কর্মী সঙ্গে নিয়ে কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন এবং একটি পথসভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক আশরাফ আলী আকন ঢাকা-৭ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আবদুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, খাদেম হয়ে কাজ করতে চাই।
গণসংযোগে আরও অংশ নেন ইসলামী যুব আন্দোলনের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াছ হাসান, মাওলানা মামুনুল হক আজহারী, মুফতি ওমর ফারুক, মাওলানা আবদুর রহমান বেতাগীসহ কামরাঙ্গীরচর থানা নেতারা।