কানাডার টরন্টোতে ঐতিহ্যবাহী সাহিত্য উৎসব ওয়ার্ডস অন দ্য স্ট্রিট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের ডাউনটাউনের কেন্দ্রবিন্দু ডেভিড পিকোট স্কোয়ারে অনুষ্ঠিত হয় ‘অল দ্য ওয়ে টু দ্য স্টেজ! পোয়েট স্পটলাইট’ পর্বটি।
অনুষ্ঠানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন টরন্টো পোয়েট লরিয়েট বিখ্যাত কবি লিলিয়ান অ্যালেন। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে এবার আমন্ত্রিত হয়েছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, সংগঠক ও কানাডা জার্নালের উদ্যোক্তা সুব্রত কুমার দাস। সুব্রত কুমার দাস ছাড়াও এই পর্বে অন্য যে কবিরা অংশ নেন তারা হলেন-ডেসিরি ম্যাকেঞ্জি, গানা প্যাট্রিয়ার্কা এবং যোশেফ ম্যাভিগলিয়া।
কবিতা পাঠের এক আয়োজনে বাঙালি কবি সুব্রত কুমার দাসকে নিয়ে ভূমিকায় টরন্টো পোয়েট লরিয়েট লিলিয়ান অ্যালেন বলেন, “সুব্রত ইজ ওয়ান অব মাই হিরোজ ইন রিগারডস টু রাইটিং।”
সুব্রতকে পরিচয় করানের সময় লিলিয়ান আরও বলেন “দিজ পোয়েট ইজ অ্যা পাওয়ারফুল ইনডিভিজুয়াল।“
তিনি বলেন, আমরা ভাগ্যবান যে, সুব্রত ২০১৩ সালে আমাদের টরন্টোতে অভিবাসী হয়েছিলেন। সুব্রতকে নিজের একজন বন্ধু এবং সহকর্মী ভাবতে লিলিয়ান গর্ব বোধ করেন বলেও জানান।
এরপর সুব্রত তার দীর্ঘ ইংরেজি কবিতা ‘দ্য আই ইন মাই নিউ মাদারল্যান্ড’ পড়ে শোনান।
উল্লেখ্য, ১৯৯০ সালে বই ও সাময়িকীকে কেন্দ্র করে বাৎসরিক এই উৎসব শুরু হয়। হাজার হাজার গ্রন্থপ্রেমী মানুষের এই আয়োজনে কানাডার লেখক ও লেখালিখি নিয়ে বিভিন্ন পর্বে বিভিন্ন কেন্দ্রে ছিল বহুবিধ আয়োজন। লেখকদের রচনা থেকে পাঠ ছাড়াও ছিল লেখালিখি নিয়ে ওয়ার্কশপ ইত্যাদি। কানাডার শতাধিক প্রকাশনী উপস্থিত ছিল তাদের হাজার হাজার গ্রন্থ নিয়ে। দুই দিন-ব্যাপী এই আয়োজনে প্রতি বছর দেড় লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে।
বিডি প্রতিদিন/নাজিম