তিনবারের অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস অভিনয় থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন আট বছর আগে। ডে-লুইস তার সেই সিদ্ধান্ত বদলেছেন। তাকে ফের পাওয়া যাবে সেলুলয়েডের দুনিয়ায়।
ডেইলি মিল লিখেছে, সন্তান রোনান ডে-লুইস পরিচালিত ‘অ্যানিমোন’ নামের একটি সিনেমা দিয়ে অভিনয়ে ফিরছেন ডে-লুইস। এর মধ্যে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও হয়েছে। সিনেমার প্রদর্শনী শেষে মঞ্চে উঠে ডে-লুইস বলেন, প্রতিবার কাজ শুরু করার সময় তিনি উপলব্ধি করেন, যেন শূন্য থেকে শুরু করছেন। কাজ শুরুর আগে কখনো নিশ্চিত থাকি না যে কাজটি করে উঠতে পারি কি না।
ডে-লুইসের কথায়, সিনেমার শুটিংয়ে নামার আগে প্রস্তুতি মূল কথা। যদি সেটা সঠিকভাবে করা যায়, তাহলে ক্যামেরা, আলো বা কারিগরি দিকগুলো কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না।
২০১৭ সালে পল টমাস অ্যান্ডারসনের ‘ফ্যান্টম থ্রেড’ মুক্তির পর ডে-লুইসের অবসরের ঘোষণা বিশ্ব চলচ্চিত্র জগতে ঢেউ তুলেছিল। অভিনয় ছেড়ে দেওয়ার কারণ তখনো খোলাসা করেনি তিনি; কেবল বলেছিলেন সেটা ছিল সম্পূর্ণ ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’, এর বাইরে তিনি বা তার প্রতিনিধি কোনো মন্তব্য করবেন না বলেও জানিয়েছিলেন। শুধু সিনেমা নয়, তিনি সরে গিয়েছিলেন মঞ্চে অভিনয় থেকেও।
ওই কথার কয়েক মাস পর ‘ডব্লিউ’ ম্যাগাজিনকে ডে-লুইস বলেছিলেন যে, অভিনয় ছেড়ে তিনি তেমন কোনো ‘দুঃখবোধ করছেন না’ কারণ ওই সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। কোন কারণে সেই বাধ্যবাধকতা তাও স্পষ্ট করেননি ডে-লুইস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ