ভোলার সাতটি উপজেলায় ৮০টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা শহরের ওয়েস্টার্ন পাড়া মন্দির পরিদর্শন শেষে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লেফটেন্যান্ট মুত্তাকিন সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, বিভিন্ন ধর্মাবলম্বীর নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ জনগণের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই ধারাবাহিকতায়, কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দুধর্মাবলম্বীদের মহাউৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮০টি পূজামণ্ডপ এবং ধর্মীয় উপাসনালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।
প্রতিমা বিসর্জনের দিনে অতিউৎসাহী জনসাধারণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত ব্যক্তিদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে না উঠতে পরামর্শ দেওয়াসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে কোস্ট গার্ড। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে নৌকা ডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় জরুরি উদ্ধার তৎপরতার জন্য কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন লেফটেন্যান্ট মুত্তাকিন সিদ্দিকী।
বিডি প্রতিদিন/জামশেদ