এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে ভারতের বিপক্ষে আবারও সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানি পেসার হারিস রউফ। ফাইনালে মাত্র ৩.৪ ওভারে ৫০ রান দিয়ে দলকে চাপে ফেলে দেন তিনি। এরপর থেকেই দেশের ভেতরে-বাইরে সমালোচনার ঝড়। কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম সরাসরিই বললেন, রউফ যেন 'রান মেশিন', বিশেষ করে ভারতের বিপক্ষে।
সনি স্পোর্টসের বিশ্লেষণ পর্বে আকরাম বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, রউফ একটা রান মেশিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতের বিপক্ষে তার রেকর্ড ভয়ানক। আমি একা কিছু বলছি না, পুরো দেশ এটা বলছে। ও তো লাল বলের ক্রিকেট খেলে না, তাই উন্নতির সম্ভাবনাও কম।”
১৪৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারত এক সময় চাপে থাকলেও রউফের খরুচে ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়। তার এক ওভারে শিভাম দুবে ও তিলক ভার্মা মিলে মারেন চার-ছক্কা, ওভার থেকে ওঠে ১৭ রান। এরপর শেষ ওভারের আগেই কার্যত ফিনিশিং লাইনের কাছাকাছি পৌঁছে যায় ভারত।
শেষ ওভারে দরকার ছিল ১০ রান, রউফের দ্বিতীয় বলেই তিলক হাঁকান ছক্কা। ম্যাচ শেষ করেন রিঙ্কু সিং একটি বাউন্ডারিতে। সেই সঙ্গে রউফের রান দেওয়ার অর্ধশতক পূর্ণ হয়।
এই প্রথম নয়, ভারতের বিপক্ষে রউফের বাজে পারফরম্যান্স নতুন কিছু না। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ওভারেই ভিরাট কোহলির দুটি ছক্কায় ম্যাচের মোড় ঘুরে যায়।
ভারতের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টিতে রউফ নিয়েছেন ৯ উইকেট, তবে ইকোনমি ৮.৬৬। ওয়ানডেতেও ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স গড়পড়তা। চার ম্যাচে মাত্র একটিতে তিন উইকেট, বাকি তিন ম্যাচে উইকেটশূন্য, রান দিয়েছেন ওভারপ্রতি সাড়ে ছয়ের বেশি।
রউফ এখন পর্যন্ত খেলেছেন মাত্র একটি টেস্ট, প্রথম শ্রেণির ম্যাচও মাত্র ১১টি। লাল বলের প্রতি অনীহাকেই তার সীমিত ওভারের পারফরম্যান্সের পতনের মূল কারণ বলে মনে করেন আকরাম।
তিনি বলেন, “যে বোলার লাল বলের ক্রিকেট খেলতেই চায় না, তাকে দলে রাখা উচিত নয়। অন্তত চার-পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেললেই বোঝা যেতো কীভাবে নিয়ন্ত্রণ আনতে হয়। রান-আপ ঠিক না, লেংথেও সমস্যা সবই লাল বল না খেলার ফল।”
আকরাম আরও যোগ করেন, “ওয়াকারের সঙ্গেও আমি এ নিয়ে কথা বলছিলাম। ও বলল, ‘রউফ তো লাল বলের ক্রিকেটই খেলে না।’ পিসিবির এখন দরকার কঠোর সিদ্ধান্ত নেওয়া। তাকে জানাতে হবে লাল বল না খেললে, জায়গাও নেই দলে।”
চলতি এশিয়া কাপে ৯টি উইকেট নিলেও রউফ ছিলেন সবচেয়ে খরুচে বোলারদের একজন। অন্তত ১০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে তিনিই ছিলেন সবার উপরে ওভারপ্রতি ৯ রান।
বিডি প্রতিদিন/মুসা