কুড়িগ্রামের রাজারহাট থানার ওসি নাজমুল আলমকে প্রত্যাহারের আটদিন পর পুনর্বহাল করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে তিনি আবার যোগ দেন।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাতে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। পরদিন এলাকাবাসী মানববন্ধন করে পুনর্বহালের দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে।
ওসি নাজমুল আলম বলেন, এ থানায় যোগ দিয়ে মাত্র এক মাস ২৪ দিনে মাদক, জুয়া ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছি। মানুষের ভালোবাসায় আবার পুনর্বহাল হলাম।
স্থানীয়দের মতে, কোনও কর্মকর্তাকে প্রত্যাহারের পর এত দ্রুত স্বপদে ফেরানো একটি বিরল ঘটনা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ