তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী।
শুক্রবার ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের গলাকাটা ব্রিজ থেকে বড় ভাঙ্গা এলাকা পর্যন্ত এই গণসংযোগ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. দুলাল ভূইঁয়া, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি মো. আলমগীর মিয়া, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আবদুল হাই, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ডেমরা থানার যুবদল নেতা মনির মুন্সি, ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, ডেমরা থানা শ্রমিক দলের আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মাজহারুল হোসেন, ডেমরা থানা কৃষক দলের আহ্বায়ক কাজী রাশেদুল ইসলাম শ্যামল, ডেমরা থানা তাতী দলের আহ্বায়ক মো. জুলহাস শেখসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নবীউল্লাহ নবী বলেন, দেশের মানুষ আর অশান্তি চায় না। তারা এখন নিজের ভোটে প্রতিনিধি নির্বাচন করতে চাইছে।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সামনে কঠিন অগ্নিপরীক্ষার নির্বাচন। এই কঠিন নির্বাচনে আপনি সব ষড়যন্ত্র উপেক্ষা করতে পারবেন বলে জনগণ বিশ্বাস করে।
নবীউল্লাহ নবী বলেন, একটা গোষ্ঠী দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছে। তারা বাংলাদেশে সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু করেছে। এখন সবাইকে সতর্ক থাকতে হবে, দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে।
বিডি প্রতিদিন/জুনাইদ