চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ফেসবুকে ‘বিকৃত ছবি’ পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের পালিশারা গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা কাজী জসিম অভিযোগ করেন, ইউনিয়ন জামায়াত আমির মাওলানা ইলিয়াস হোসেন বিএনপি নেতাদের বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞেস করতে গেলে জামায়াত কর্মীরা বিএনপি কর্মীদের ওপর হামলা চালান।
অন্যদিকে, মাওলানা ইলিয়াস বলেন, তার মোবাইল থেকে অসাবধানতাবশত ছবি শেয়ার হয়েছে এবং তিনি পরে ডিলিট করে দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টিকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা হামলা চালায়।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, দু’গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ