খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর সহিংসতার ঘটনায় যেসব পরিবার এবং ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক ও ত্রাণ সহায়তা দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে সদর উপজেলা সংলগ্ন স্থানসহ স্বনির্ভর বাজারের ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মাঝে ৩০ কেজি চাল ও ৭৫০০ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, সেনাবাহিনী পুলিশ বিজিবি আইনশৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করছি। মানুষের জীবনে যাতে স্বস্তি ফিরে আসে ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছি। অবরোধ স্থগিত করা হয়েছে। ১৪৪ ধারা অব্যাহত রয়েছে, তা শিথিল করা হয়েছে। যা জনজীবনে প্রভাব ফেলছে না। যানবাহন চলছে দোকানপাট খুলেছে মানুষের মধ্যে স্বাভাবিকতা ফিরে এসেছে।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা, খাগড়াছড়ি জেলা বিএনপিরসহ অর্থ সম্পাদক জহির আহম্মেদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ স্থানীয় গণমান্য ব্যক্তি।
বিডি প্রতিদিন/এমআই