লালমনিরহাটে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পিতার অভিযোগের ভিত্তিতে পুত্রকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রহমত আলী (২৮)। তিনি হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকার আমিনুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেন রহমত। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে তার বাবা আমিনুর ইসলাম ইউএনওর কাছে অভিযোগ দিলে পুলিশ রহমতকে গ্রেফতার করে। বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নেশা গ্রহণ ও বাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেন। এরপর তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে লালমনিরহাট সদর উপজেলায় একই ধরনের আরেকটি ঘটনায় বাবার অভিযোগে পুত্র রবিকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবি সদর উপজেলার নিউ কলোনি এলাকার বাসিন্দা বাবুলের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, রবি নেশাগ্রস্ত অবস্থায় তার বাবা–মাকে মারধর করতেন।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী এবং সদর থানার ওসি নুরনবী জানান, দণ্ডপ্রাপ্ত দুজনকেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন