রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-জাহিদুল ইসলাম (৩৭), বাদশা (২৭), স্বাধীন (২৩), আলাউদ্দিন (৪৬), শিপন (২৭), রাসেল (২৪), সম্রাট (২৬), মিরাজ ইকবাল প্রিন্স (২৬), ফজলে রাব্বি রিফাত (২০), শাহ আলম (৩০), সিয়াম (২০), ফারুক (৩৫), সাজ্জাদ (৩০) ও সুমন (২৪) ।
এসময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও দুইটি চার্জার, একটি পিস্তল ও দুইটি ম্যাগাজিন, একটি পিস্তল হোলডার, একটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন, একটি কালো রঙের লোহার স্টিক, দুইটি আইডি কার্ড, একটি ইস্টার্ন ব্যাংক পিএলসি এর ভিসা সিগনেচার কার্ড, ২১টি ইয়াবা, ৬৬ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ২২০০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে এনএসআই পরিচয়দানকারী প্রতারক জাহিদুল ইসলামসহ নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ