বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর মো. সোহান (২৭) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা ১২টায় উপজেলার মিঞ্জিরি সাদাপাথর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে লামা মাতামুহুরি নদীর তীরঘেঁষা সাদাপাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে উঠেন মো. সোহান ও তার বন্ধু মো. শাকিল। দুপুরে তারা দুজন রিসোর্টের পাশে থাকা নদীতে একসঙ্গে গোসল করতে নামেন। এ সময় পানির স্রোতে পড়ে শাকিল সাঁতার কেটে ওপরে উঠতে পারলেও সোহান ডুবে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনার পর গতকাল ফায়ার সার্ভিসের ডুবুরিদলের সহায়তায় সোহানের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লামা পর্যটন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদেকুল মাওলা ধ্রুব জানান, লামা ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরিদলের অনুসন্ধানে ঘটনাস্থল থেকেই সোহানের লাশ উদ্ধার করা হয়।