রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় আগামীকাল বিএনপি ও জামায়াতের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিন নিবন্ধিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) সংলাপে ডাকা হয়েছে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতি, রবি, সোম ও বুধবার চার দিনে ৪৮টি দলের সঙ্গে সংলাপের আয়োজন করেছে ইসি। বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।
ইসির জনসংযোগ শাখা জানায়, আগামীকাল সকালের পর্বে আমন্ত্রণ পেয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। দ্বিতীয় পর্বে দুপুরে আমন্ত্রিত দলগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।