আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রথমবারের মতো ভারত সফর করছেন। তিনি আগামী ৯ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন। তালেবান সরকারকে ভারত এখনো স্বীকৃতি দেয়নি। তবে দেওয়া হবে কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, তার সফরের সময় এসব আলোচনা হবে।
তালেবান পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন। মুখপাত্র জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমতি পাওয়ার পরেই তিনি ভারত সফর করছেন।
প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে আশরাফ গনি সরকারের পতন হয়। গত ৩০ সেপ্টেম্বর ১৯৮৮ সালের জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
চট্টগ্রামের সহিংসতা নিয়ে যা বললেন জয়সোয়াল : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গতকাল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে বলেন, চট্টগ্রাম পার্বত্য এলাকায় সহিংসতার জন্য ভারত কোনোভাবেই দায়ী নয়। মুখপাত্র বলেন, বাংলাদেশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অসত্য। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। নিয়ম করে সব দায় অন্যের ঘাড়ে চাপিয়ে তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম পার্বত্য এলাকায় সহিংসতার জন্য ভারতকে দায়ী করেছিলেন।