আইএল টি-টোয়েন্টির আসন্ন আসরে খেলতে দেখা যাবে না টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। এই টুর্নামেন্টে অংশ নিতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনুষ্ঠানিক নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাননি।
এর ফলে দুবাই ক্যাপিটালস ইতিমধ্যেই মুস্তাফিজের বিকল্প হিসেবে পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে দলে ভিড়িয়েছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা পরের মৌসুমের জন্য দল ঘোষণা করে। সেখানে মুস্তাফিজের নাম ছিল না। অথচ কয়েক মাস আগেই তারা জানায়, ইংলিশ পেসার লুক উডের জায়গায় মুস্তাফিজকে স্কোয়াডে নেওয়া হবে।
অন্যদিকে, একই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে আরও দুজন খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছেন। সাকিব আল হাসান খেলবেন এমআই এমিরেটসের হয়ে, তাসকিন আহমেদকে ৮০ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
বিডি প্রতিদিন/এমআই