নিউইয়র্ক সিটির স্কুল বাস ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে একটি বিশেষ কমিশনের চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশি আমেরিকান শামসুল হককে।
সিটির এডুকেশনাল পলিসি প্যানেলের চেয়ারম্যান গ্রেগ ফকলনার ২ অক্টোবর এ নিয়োগ দিয়েছেন।
শামসুল হক বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন তথা বাপার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট।
এ কমিশন স্কুল বাসের দেরি, ভুল বোঝাবুঝি এবং শিক্ষার্থীদের আনা-নেওয়ার সমস্যা নিয়ে কাজ করবে এবং ডিপার্টমেন্ট অব এডুকেশন ও এডুকেশনাল পলিসি প্যানেলকে সুপারিশ প্রদান করবে।
নবনিযুক্ত কমিশনের চেয়ার শামসুল হক এ প্রসঙ্গে বলেন, “আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সময়মতো এবং নির্ভরযোগ্য পরিবহন নিশ্চিত করা”।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে পাবলিক স্কুলসমূহে ১০ হাজার বাস রয়েছে যারা বাড়ি থেকে শিক্ষার্থীকে বাসে উঠায় এবং ছুটির পর বাসায় নামিয়ে দিচ্ছে।
শামসুল হক এর আগে নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ কমিটির সদস্য ছিলেন, যিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন