তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।
বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।
এশিয়া কাপে ব্যর্থতার পর এই সিরিজ দিয়ে মধ্যপ্রাচ্যে আবারও শুরু হলো এই দুই দলের নতুন লড়াই। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষে সমান সংখ্যক ওয়ানডেও খেলবে দুই দল।
এশিয়া কাপের লিগ পর্বে বাংলাদেশর কাছে হেরে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নেয় আফগানিস্তান। অন্যদিকে বাংলাদেশ সুপার ফোরে উঠলেও ভারত ও পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয়।
এই সিরিজ মূলত দুই দলেরই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। কেবল জয় নয়, দলগঠনের দিকেও থাকবে নজর। বাংলাদেশ একাদশে এসেছে কিছু পরিবর্তন, বিশেষ করে ব্যাটিং বিভাগে।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (উইকেটকিপার/অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, মোহাম্মদ ইশাক, ফরিদ আহমদ মালিক।
বিডি-প্রতিদিন/বাজিত