ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে যে ধস নামছে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দিন। আহমেদাবাদে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের পেস জুটি জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ শুরু থেকেই আগ্রাসী বোলিংয়ে চাপে রাখেন ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে। সিরাজ তুলে নেন ৪টি উইকেট, বুমরাহের শিকার ৩টি। বাকি উইকেটগুলো ভাগাভাগি করেন কুলদীপ যাদব (২) এবং ওয়াশিংটন সুন্দর (১)।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যেন নামার আগেই আউট হয়ে গিয়েছিলেন মানসিকভাবে। ইনিংসের শুরুতেই ত্যাগনারায়ন চন্দরপল শূন্য রানে ফেরেন প্যাভিলিয়নে। আরেক ওপেনার জন ক্যাম্পবেল আউট হন মাত্র ৮ রানে।
ওয়ান ডাউনে নামা আলিক আথানাজে (১২), ব্রেন্ডন কিং (১৩), শ্যাই হোপ (২৬), অধিনায়ক রস্টন চেজ (২৪) – কেউই বড় ইনিংস গড়তে পারেননি। একমাত্র জাস্টিন গ্রিভস কিছুটা প্রতিরোধ গড়ে ৪৮ বলে করেন সর্বোচ্চ ৩২ রান।
শেষদিকে খ্যারি প্রাইস ১১ রান করলেও তা বড় সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না। পুরো দল গুটিয়ে যায় ৫৪.১ ওভারে মাত্র ১৬২ রানে।
বিডি প্রতিদিন/মুসা