সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণের ৭ ঘণ্টা পর জেলে সুব্রত মণ্ডলের (৩২) মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ ও গ্রামবাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ডুবুরিরা খাল থেকে মরদেহটি উদ্ধার করে।
একইদিন বিকালে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে করমজল খালে কুমিরের আক্রমণের শিকার হয় জেলে সব্রত মন্ডল। বুধবার দুপুরে নিজ গ্রাম ঢাংমারীতে সুব্রতের সৎকার সম্পন্ন হয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে বন বিভাগের কাছ থেকে পাশ-পারমিট নিয়ে কাঁকড়া ধরতে সুন্দরবনে যায় জেলে সুব্রত মণ্ডল। বৈধভাবে পাশ-পারমিট থাকায় কুমিরের আক্রমণে সুব্রত মন্ডল মারা যাওয়ায় তার পরিবারকে এখন সরকারিভাবে ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই