শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও মতবিনিময় করেছে বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখা।
গতকাল বুধবার রাতে জেলা শহরের পুরানবাজার নবতারা নবপল্লী পূজামণ্ডপ পরিদর্শন শেষে মণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়। এসময় মণ্ডপ কমিটির পক্ষ থেকে বসুন্ধরা-শুভসংঘ চাঁদপুর জেলা কমিটির সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন ও অন্যান্যদের স্বাগত জানান নবতারা নবপল্লী পূজামণ্ডপের সহ-সভাপতি রাজন সাহা, সুমন বর্ধন, যুগ্ম সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষ, সাংগঠনিক সম্পাদক উত্তম ঘোষ, সহপ্রচার সম্পাদক দিবস ঘোষসহ অন্যান্যরা।
এসময় লায়ন আরমান চৌধুরী রবিন বলেন, অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ। এখানে সবাই বাংলাদেশি। প্রত্যেকের ধর্মীয় উৎসব আলাদা হলেও তাতে অংশ নেন সবাই। আর এমনভাবে আনন্দ ভাগাভাগি বিশ্বের অন্য কোনো দেশে হয় কি না, তার নজির বিরল। আগামী দিনেও এভাবে হিন্দু-মুসলিম কিংবা অন্য কোনো সম্প্রদায় একসঙ্গে দেশকে এগিয়ে নেবেন। এমন প্রত্যাশা করেন তিনি। বক্তব্য শেষে লায়ন আরমান চৌধুরী রবিন পূজামণ্ডপ কমিটির নেতাদের হাতে আর্থিক অনুাদনের নগদ টাকা তুলে দেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠ চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ ও সংগঠক ভিভিয়ান ঘোষ। অনুষ্ঠানে বসুন্ধরা-শুভসংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।