বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে আবদুল রশিদ (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটলেও গতকাল বিষয়টি জানাজানি হয়। নিখোঁজ আবদুল রশিদ কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের জেটিঘাট এলাকার নুর সুলতানের ছেলে। এলাকাবাসী ও নিখোঁজ রশিদের ভাতিজা জিয়া উদ্দিন জানান, শনিবার রাতে উপজেলার আলী আকবর ডেইল জেটিঘাট থেকে আটজন মাঝিমাল্লা নিয়ে শওকত আলীর মালিকানাধীন নৌকাটি সাগরে যায়। সেখানে রবিবার রাত ১০টার দিকে আবদুর রশিদ নৌকা থেকে পানিতে পড়ে সাগরে তলিয়ে যান। পরে তাকে খোঁজাখুঁজির পর না পেয়ে সাগর থেকে ফিরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে বিষয়টি অবহিত করেন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।