কক্সবাজারের রামুর একটি রাবার বাগান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব কোলালপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাবার বাগানের শ্রমিকরা কষ সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রামু থানার ওসি আরিফ হোসাইন বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।