শেয়ারবাজারে স্বচ্ছতা, বিনিয়োগকারীর আস্থা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অর্থ পাচাররোধ আইন বাস্তবায়ন জরুরি। অর্থ পাচার প্রতিরোধে এএমএল ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল রাজধানীর খিলক্ষেতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে আয়োজিত দুই দিনব্যাপী এক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। শেয়ারবাজার মধ্যস্থতাকারীদের জন্য ‘অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ও ডিএসইর উপমহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমে গ্রাহক পরিচিতি নিশ্চিতকরণে সন্দেহজনক লেনদেন ও কার্যক্রম শনাক্তকরণ জরুরি। এ ছাড়া রিপোর্টিং, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে। ডিএসই বিশ্বাস করে, সব ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শেয়ারবাজার প্রতিষ্ঠা সম্ভব।