গাজীপুরের কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ৫টি দোকানের মালামাল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাস্নীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে কাপাসিয়া বাজারের পুরাতন মাছ বাজারের পাশে হার্ডওয়্যার স্টোরে হঠাৎ করে আগুন দেখতে পাওয়া যায়। দোকানে প্রচুর পরিমাণ রং ও কেমিক্যাল থাকায় মুহুর্তের মাঝেই তা পার্শ্ববর্তী লিটন বণিকের জেএনজি ইলেক্ট্রনিক্স, শীতল মন্ডলের পাখির দোকান, রিপা বর্মণের দা বটির দোকান ও লিটন ঘোষের দা বটির দোকানেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় আগুনে পুড়ে যায় রঙের দোকান সহ ৫টি দোকান।
পাখি ব্যবসায়ী শীতল মন্ডল জানান, তার দোকানে থাকা বাজরিগর, ককাটেল, টিয়া, কবুতর, ঘুঘুসহ প্রায় শতাধিক পাখি আগুনে পুড়ে মারা গেছে। এছাড়াও তার দোকানে থাকা পাখির খাদ্যও নষ্ট হয়েছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, তাদের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন নিভাতে পারায় আশপাশের শতাধিক দোকান আগুনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে মনে করেন তিনি।
বিডি প্রতিদিন/এএম