কক্সবাজারের রামু থেকে আট মামলার আসামি সম্রাট কবির ওরফে টোকাই কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকা থেকে সম্রাট কবিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে।