বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন। কেউ কেউ দল থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন বলেও দাবি করছেন। প্রার্থী মনোনয়ন হবে দলের হাইকমান্ডের সিদ্ধান্তে। তবে এখন পর্যন্ত কেউ গ্রিন সিগন্যাল পাননি। সবাই আছেন রেড সিগন্যালে। গতকাল বিকালে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এম এ মালিক বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন। তাঁর ফেরার দিনক্ষণ শিগগিরই দেশবাসী জানতে পারবেন।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যটি কূটনৈতিক ছিল বলে মন্তব্য করেন মালিক। তিনি বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না। এদিকে ওসমানী বিমানবন্দরে পৌঁছার পর এম এ মালিককে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ফুলেল শুভেচ্ছা জানান। পরে এম এ মালিক দক্ষিণ সুরমার শিববাড়ী একতা পুজামন্ডপ ও ফেঞ্চুগঞ্জের পুজামণ্ডপ পরিদর্শন করেন।