চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলের কঠোর সমালোচনা করে বলেন, ‘৭২-এর সংবিধান ভারতের হুবহু ডুপ্লিকেট কপি, আমরা ৭২-এর সংবিধানের বিরোধিতা করলে আমাদের রাষ্ট্রদ্রোহী বলে। আমরা রাষ্ট্রদ্রোহী নই, আমরা ভারত বিরোধী।’ গতকাল বিকালে পটুয়াখালী শহরের ঝাউতলা সংলগ্ন এলাকায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসর সব রাজনৈতিক দল নিষিদ্ধ ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন তিনি। বিএনপির কঠোর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ‘৯১-তে বিএনপিকে ক্ষমতা বসানোর পরে ৫ বছরে বাংলাদেশকে দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। আন্দোলনের পর সরকার পতন হলো কিন্তু ৫ আগস্টের পর আমরা কী দেখলাম? চাঁদাবাজি ও ধর্ষণ। আন্দোলন করেছি আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা, এটি বাংলার মানুষ সহ্য করবে না।’
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী-১ আসনের প্রার্থী আলহাজ মুফতি মো. হাবিবুর রহমান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের প্রার্থী আলহাজ মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী-৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দীক, দলের জেলা কমিটির সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, সিনিয়র সহসভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, সেক্রেটারি এইচ এম আবদুল হাকিম, সদস্য আলহাজ মাওলানা আবুল হাসান বোখারী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা কমিটির সভাপতি আলহাজ মাওলানা মো. আবু সাঈদ, জাতীয় শিক্ষা ফোরাম জেলা কমিটির সভাপতি মাওলানা মুহা. আনছার উল্লাহ আনছারী, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. আনছার উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাওলাদার মাওলানা আলী হাসান রুহানী ও ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ মিরাজ হোসেন।