নারী ওয়ানডে বিশ্বকাপে আজ (২ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। কলম্বোর রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
রোদ ঝলমলে আবহাওয়ায় টসে মুখোমুখি হন বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ফাতিমা ‘টেলস’ ডাক দেন এবং ভাগ্য তার পক্ষেই যায়।
টসের পর পাকিস্তান অধিনায়ক বলেন, “উইকেটটা ব্যাটিংয়ের জন্য দারুণ মনে হচ্ছে। আমরা চাই ভালো ক্রিকেট খেলতে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জিং, তবে কোয়ালিফায়ারে বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় সম্ভব।”
তিনি আরও জানান, আজকের একাদশে পাকিস্তানের তিনজন ক্রিকেটার প্রথমবারের মতো বিশ্বকাপ ম্যাচে খেলছেন।
অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানাও জানান, তারা টসে জিতলেও আগে ব্যাটিংই বেছে নিতেন। তিনি বলেন, “আমাদের প্রস্তুতি অনেকদিন ধরেই চলছে। ফিটনেস, স্কিল, সবদিক দিয়েই উন্নতি করার চেষ্টা করেছি। উইকেট ভালো মনে হচ্ছে, তাই ভালো শুরু করতে চাই।”
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), শোভনা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার।
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নওয়াজ, রমিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।
বিডি প্রতিদিন/মুসা