এশিয়া কাপে দুর্দান্ত পারফেন্স করেছেন সাইফ হাসান। আর তাইতো এবার প্রথমবারের মতো ওয়ানডে দলেও সুযোগ পেলেন সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাকে দলে নিয়েছে বাংলাদেশ।
এশিয়া কাপে ৪ ম্যাচে ১৭৮ রান করেন সাইফ। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরেও ভালো খেলেছেন সাইফ। লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে ১৫ ইনিংসে ৫ ফিফটিতে ৪৯.৫৪ গড়ে করেছেন ৫৪৫ রান।
শুক্রবার রাতে আফগানিস্তান সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলে পরিবর্তন নেই খুব বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। আর চোটের কারণে নেই লিটন কুমার দাস। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টিতে আলো ছড়ানো সাইফ ও নুরুল হাসান সোহান।
অধিনায়ক মিরাজসহ নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও নাহিদ রানা শুক্রবার রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন। এখনও ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় আছেন বাঁহাতি টপ-অর্ডার মোহাম্মদ নাঈম শেখ।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।
বিডি প্রতিদিন/নাজিম