ফাঁস হওয়া রুশ প্রতিরক্ষা নথি থেকে জানা গেছে, ইরান রাশিয়ার কাছ থেকে ৬ বিলিয়ন ইউরো মূল্যের ৪৮টি সু-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে।
২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে এসব অত্যাধুনিক ফাইটার জেট ইরানের হাতে পৌঁছানোর কথা। খবর ডিফেন্স সিকিউরিটি এশিয়া ও নিউজউইক।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোস্টেক কর্পোরেশনের অধীনস্থ কনসার্ন রেডিও-ইলেকট্রনিক টেকনোলজিসের রপ্তানি তথ্য ফাঁস করেছে হ্যাকার গ্রুপ ব্ল্যাক মিরর। তারা অক্টোবরের শুরুতে অনলাইনে প্রায় ৩০০টি অভ্যন্তরীণ নথি প্রকাশ করেছে।
ফাঁস হওয়া তথ্যে ইরানকে গ্রাহক কোড ৩৬৪ নামে উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, ইরানের জন্য ৪৮টি সু-৩৫ বিমান, হেড-আপ ডিসপ্লে সিস্টেম ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার কম্পোনেন্ট দেবে রাশিয়া। এই পুরো প্যাকেজের মূল্য ৫ থেকে ৬ বিলিয়ন ইউরোর মধ্যে।
প্রতিবেদন বলছে, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে বিমানের অ্যাভিওনিক্স ও ইলেকট্রনিক সিস্টেম সরবরাহ শুরু হবে। আর ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত পূর্ণাঙ্গ বিমান সরবরাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তি শুধু রপ্তানিতে সীমাবদ্ধ নাও থাকতে পারে। রাশিয়া ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের মাধ্যমে সেমি-নকড-ডাউন অ্যাসেম্বলি বা স্থানীয় সংযোজন প্রক্রিয়া চালুর প্রস্তাব দিয়েছে।
ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, ২০২৪ সালের শুরু থেকেই রাশিয়ার সুখোই ও কেআরইটির প্রকৌশলীরা ইরানে অবস্থান করছেন। সম্ভাব্য সংযোজন প্রকল্পের প্রস্তুতি তদারকিও করছেন তারা।
এই ব্যবস্থায় ইরান ভবিষ্যতে ৪৮ থেকে ৭২টি ফাইটার জেট নিজ দেশে তৈরি বা সংযোজন করতে পারে। যা ১৯৭০-এর দশকের পর তাদের প্রথম আধুনিক ফাইটার উৎপাদন প্রকল্প হবে।
সূত্র: ইরার ইন্টারন্যাশনাল
বিডি প্রতিদিন/নাজমুল