সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার শিকার এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
সোমবার (৬ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রেস ক্লাব ও সিএমইউজের যৌথ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জাহিদুল করিম কচি, সঞ্চালনায় ছিলেন মিয়া মোহাম্মদ আরিফ।
বক্তব্য দেন মুস্তফা নঈম, সালেহ নোমান, হাসান মুকুল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহাগ কুমার বিশ্বাস, ফারুক আব্দুল্লাহ, লতিফা আনসারী লুনা, ফারুক মুনির ও মনিরুল ইসলাম পারভেজসহ অনেকে।
এছাড়া বিকেলে কাজীর দেউড়ি মিডিয়া টাওয়ারের সামনে আরেকটি মানববন্ধনে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তারা অভিযোগ করেন, জঙ্গল সলিমপুর সন্ত্রাসী ও চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন দায় এড়াতে পারে না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ