চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে কামরুল হাসান কাউসার (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ওই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার ছেলে।
প্রতিবেশীরা জানান, সকালে কাউসারের মায়ের কান্নার শব্দ শুনে তারা ছুটে এসে ঘরে বিছানার ওপর তার নিথর দেহ দেখতে পান। মরদেহের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগ ছিল বলে জানান তারা।
খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
বিডি প্রতিদিন/জামশেদ