যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েন বা মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। জানা গেছে, এই কয়েনের দুই পাশেই থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রেজারি কর্মকর্তা ব্র্যান্ডন বিচ।
গত শুক্রবার (৩ অক্টোবর) ব্র্যান্ডন বিচ এক্স প্ল্যাটফর্মে দুটি স্কেচ পোস্ট করে লেখেন, “এখানে কোনো ভুয়া খবর নেই। আমেরিকার ২৫০তম জন্মদিন এবং মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানাতে তৈরি এই প্রথম খসড়াগুলো একেবারে বাস্তব।”
প্রকাশিত স্কেচ অনুযায়ী, কয়েনের এক পাশে ট্রাম্পের অর্ধ-পার্শ্বচিত্র, অপর পাশে ২০২৪ সালের জুলাইয়ে তাঁর ওপর হত্যাচেষ্টার সময়ের দৃশ্য যেখানে ৭৯ বছর বয়সী ট্রাম্প কানে গুলিবিদ্ধ হওয়ার পরও মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে আছেন।
মুদ্রাটির প্রথম পাশে ওপরে লেখা থাকবে “In God We Trust” এবং নিচে “1776–2026”, যা যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতাকে নির্দেশ করে। অপর পাশে থাকবে সেই ঘটনার সময় ট্রাম্পের বিখ্যাত উক্তি—“Fight, Fight, Fight.”
ব্র্যান্ডন বিচ আরও লিখেছেন, “সরকারি কাজ বন্ধ (শাটডাউন) থাকার কারণে বিস্তারিত জানাতে দেরি হচ্ছে, তবে শিগগিরই আমরা আরও তথ্য প্রকাশ করব।” এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া প্রথম সরকারি অচলাবস্থা, যা আগের মেয়াদে তিনবার ঘটেছিল।
তবে বিতর্ক উঠেছে আইনি সীমাবদ্ধতা নিয়ে। মার্কিন আইনে জীবিত বা সদ্যপ্রয়াত কোনো প্রেসিডেন্টের ছবি সরকারি মুদ্রায় ব্যবহার করা নিষিদ্ধ। ২০২০ সালের একটি আইনেও উল্লেখ আছে—২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ এক ডলারের কয়েন ইস্যু করা যাবে, তবে তাতে জীবিত কারও প্রতিকৃতি রাখা যাবে না।
এ বিষয়ে ট্রেজারি বিভাগের এক মুখপাত্র জানান, “চূড়ান্ত নকশা এখনো নির্ধারিত হয়নি। এই খসড়াটি কেবল দেশের অদম্য মনোবল ও গণতন্ত্রের প্রতীক হিসেবে প্রকাশ করা হয়েছে।”
রবিবার (৫ অক্টোবর) ‘দ্য পিপল’ জানিয়েছে, যদি এই কয়েন অনুমোদিত হয়, তবে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুদ্রা, যেখানে এক জীবিত ও ক্ষমতাসীন প্রেসিডেন্টের মুখ রয়েছে।
সূত্র: দ্য পিপল
বিডি প্রতিদিন/আশিক