কৃত্রিম অক্সিজেন ছাড়া প্রথম বাংলাদেশী হিসেবে পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু জয়ের গল্প শোনালেন এভারেস্টজয়ী ডা. বাবর আলী। তার সঙ্গে ইতিহাস গড়েছেন তানভীর আহমেদও। শনিবার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পর্বত জয়ের অভিজ্ঞতা তারা তুলে ধরেন।
ডা. বাবর আলী জানান, পাঁচ মাস আগে ৮ হাজার মিটার উচ্চতার অন্নপূর্ণা জয় করে ফেরার পর তিনি দম বাড়ানোর ব্যায়াম শুরু করেন। এরপর গত ২৬ সেপ্টেম্বর কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু পর্বত জয় করেন, যার উচ্চতা ৮,১৬৩ মিটার। পৃথিবীতে প্রায় একই উচ্চতার ১৪টি পর্বত রয়েছে। এত উচ্চতায় প্রাকৃতিকভাবে মাত্র এক তৃতীয়াংশ অক্সিজেন থাকে, তাই সাধারণত পর্বতারোহীরা কৃত্রিম অক্সিজেন ব্যবহার করেন। তবে বাবর আলী অক্সিজেন ছাড়াই সফল হন।
তিনি বলেন, “সামিট ক্যাম্প (৭,৪০০ মিটার) থেকে চূড়ায় ওঠার সময় অক্সিজেনের অভাব অনুভব করেছি। শারীরিকভাবে কিছু সমস্যা দেখা দিলেও মানসিকভাবে শতভাগ ফিট থাকায় কোনো অসুবিধা হয়নি। নিরাপদে চূড়ায় পৌঁছে আবার নামতেও সক্ষম হয়েছি। আমাদের দেশের হিমালয় থাকায় আমরা কেন সফল হই না, এই বার্তা দিতে চাই।”
মানাসলু জয়ে প্রথমবারেই সফল হয়েছেন তানভীর আহমেদ। তিনি বলেন, “আমরা প্রাতিষ্ঠানিক পর্বতারোহণের প্রশিক্ষণ নেই, বিদেশে গিয়ে কোর্স করা হয়নি। তবে দেশের ক্লাবের সদস্যদের সাহায্যে নিয়মিত অনুশীলন এবং একাগ্রতার মাধ্যমে আমি ঘাটতি কাটিয়ে উঠেছি।”
ডা. বাবর আলী চট্টগ্রামের বাসিন্দা ও চিকিৎসক। এর আগে তিনি এভারেস্ট, লোৎসে (চতুর্থ সর্বোচ্চ) এবং অন্নপূর্ণা-১ জয় করেছেন। তানভীর কিশোরগঞ্জের সন্তান এবং করপোরেট কর্মকর্তা। এর আগে তিনি আমা দাবলাম জয় করেছিলেন। তারা দুজনেই ২৬ সেপ্টেম্বর ভোরে মানাসলু পর্বতের শীর্ষে পৌঁছান।
বিডি প্রতিদিন/হিমেল