কয়েকজন মানুষের সন্ত্রাসী কার্যকলাপের জন্য গোটা উপত্যকার বাসিন্দাদের কলঙ্কিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তার দাবি, এই ধরনের ট্যাগের ফলে কাশ্মীরের মানুষ বাইরের কারও সাথে মিশতেও ইতস্তত বোধ করছেন।
দিল্লির লাল কেল্লার কাছে আত্মঘাতী বোমা হামলার জন্য দায়ী হোয়াইট কলার সন্ত্রাস মডিউলের (যেখানে চিকিৎসকরাও অন্তর্ভুক্ত ছিলেন) অনেক সন্দেহভাজনই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা বলে জানা যাওয়ার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ওমর আব্দুল্লাহ বলেন, কয়েকজন লোক এর জন্য দায়ী। কিন্তু এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে মনে হচ্ছে আমরা সবাই দায়ী। তিনি আরও বলেন, কেন্দ্র ২০১৯ সালে আশ্বাস দিয়েছিল যে সবকিছু বন্ধ হয়ে যাবে কিন্তু কেন্দ্র জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পরেও বাস্তবে কিছুই ঘটেনি।
বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এখনকার পরিস্থিতি নিয়ে আমরা কী বলব? যদি [সন্ত্রাসী হামলা] দিল্লিতে না হয়, তবে তা এখানে [কাশ্মীরে] হচ্ছে। তিনি যোগ করেন, বোমা বিস্ফোরণ এবং সাধারণ মানুষের হত্যা থামেনি।
মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাই এটা বন্ধ হোক। আমরা কাশ্মীরে অনেক রক্তপাত দেখেছি... বর্তমান পরিস্থিতিতে কেউ তাদের সন্তানদের কাশ্মীরের বাইরে পাঠাতে চায় না। সর্বত্র মানুষ আমাদের সন্দেহ করছে। কাশ্মীরিদের কলঙ্কিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেখুন দিল্লিতে কী হয়েছে। কয়েকজন লোক এর জন্য দায়ী। কিন্তু এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে মনে হচ্ছে আমরা সবাই দায়ী। দিল্লিতে জম্মু ও কাশ্মীর নিবন্ধিত গাড়ি চালানোও যেন অপরাধ বলে গণ্য হচ্ছে। আমাকেও ভাবতে হচ্ছে, আমি আমার গাড়ি নিয়ে বেরোব কি না। আমি জানি না কে আমাকে থামিয়ে জিজ্ঞেস করবে, আমি কোথা থেকে এসেছি এবং সেখানে কী করছি।
অন্যদিকে, তার বাবা, ফারুক আব্দুল্লাহ, ১৫ই নভেম্বর লাল কেল্লার কাছে ১৩ জনের মৃত্যুর পর হওয়া সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। প্রবীণ নেতা আব্দুল্লাহ এই ডাক্তাররা কেন এই পথ নিলেন, তার কারণ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছিলেন।
ফারুক আব্দুল্লাহ বলেছিলেন, যারা দায়ী তাদের জিজ্ঞাসা করুন, কেন এই ডাক্তারদের এই পথ নিতে হলো? এর কারণ কী ছিল? এর একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অধ্যয়নের প্রয়োজন আছে। সর্বশেষ সন্ত্রাস মডিউলটি ফাঁস হওয়ার ফলে আরেকটি অপারেশন সিঁদুরের সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল