আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সিংহভাগ আসনেই বড় দল বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য দলের একাধিক নেতা প্রতিযোগিতায় নেমেছেন, কিন্তু ব্যতিক্রম ঘটেছে গোপালগঞ্জ-৩ আসনে। এখানে নির্বাচনের জন্য বিএনপি থেকে একক প্রার্থী মাঠে নেমেছেন। জামায়াতসহ অন্য দল থেকেও একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন ১ পৌরসভা এবং কোটালীপাড়া উপজেলার ১২ ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গোপালগঞ্জ-৩ আসন গঠিত। আসনটিতে বিএনপির একক প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক এম এম রেজাউল করিমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মারুফ শেখ, গণ অধিকার পরিষদ থেকে ঢাকা মহানগর উত্তরের দপ্তর সেল প্রধান কাজী রনি এবং স্বতন্ত্র হিসেবে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাবিবকে প্রার্থী করা হয়েছে। এর বাইরে এখন পর্যন্ত আর কোনো দল প্রার্থিতার কথাও জানায়নি, তাদের কোনোরকম তৎপরতাও নেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনটি নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। তারা এখন পর্যন্ত নির্বাচনের বাইরে থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দল এ দুর্গ দখলে মরিয়া। সে কারণেই একক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো ব্যাপক তৎপরতা চালাচ্ছে। দলীয় প্রার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের ও দলের পক্ষে কথা বলছেন এবং তারা দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। ভোট সম্পর্কে বিএনপির সম্ভাব্য একক প্রার্থী এস এম জিলানী বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসন থেকে আমি আগেও দুবার নির্বাচন করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে এখন আমি নির্বাচনি এলাকায় নিয়মিত যাচ্ছি। ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেছি। তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হবে বলে আশা করছি। ভোট নিরপেক্ষ হলে আমিই বিজয়ী হব বলে আশা করছি।’ জামায়াতে ইসলামীর এম এম রেজাউল করিম বলেন, ‘বিভিন্ন ইসলামী দল ও ২৪-এর চেতনায় উদ্বুদ্ধ দলগুলোর সঙ্গে আমরা জোট করার চেষ্টা করছি। এতে সফল হলে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। নির্বাচনে ফলাফল আমার পক্ষে থাকবে বলেই প্রত্যাশা করছি।’ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ইঞ্জিনিয়ার মারুফ শেখ বলেন, ‘প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছি। আশা করি জনগণ আমাকেই ভোট দেবেন।’
শিরোনাম
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
বিএনপি-জামায়াতসহ সব দলের একক প্রার্থীর চমক
আমিনুল হাসান শাহীন, গোপালগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর