বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অজ্ঞাত যানবাহনের চাপায় এক অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন হাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ঢাকাগামী অজ্ঞাত একটি যানবাহন তাকে চাঁপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে বৃদ্ধার মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬৫ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল