ভারত এবার নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
রবিবার ভোরে ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এক্সে এক পোস্টে খাজা আসিফ বলেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সাম্প্রতিক মন্তব্য তাদের হারানো মর্যাদা পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা। তিনি দাবি করেন, এসব বক্তব্যে ভারতের নেতৃত্বের চরম চাপ ও হতাশা প্রকাশ পেয়েছে। তিনি আরও লিখেছেন, এত বড় ৬-০ ব্যবধানের পরাজয়ের পর যদি তারা আবারও চেষ্টা করে, তাহলে (পাকিস্তানের) স্কোর আরও উন্নতই হবে। ভারতের জনগণের মধ্যে এখন শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ তীব্র হয়ে উঠেছে, যা নেতাদের কথাতেই প্রতিফলিত হয়েছে।
খাজা আসিফ বলেন, পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র। আমাদের প্রতিরক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এইবার ভারত, ইনশাআল্লাহ, নিজের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। আল্লাহু আকবার।
এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রও ভারতের একই মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানান।
ভারতের উত্তেজনাপূর্ণ বক্তব্যের জবাবে পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করে জানায়, ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের ‘উসকানিমূলক ও যুদ্ধবাজ’ মন্তব্য দক্ষিণ এশিয়ায় ‘বিপর্যয়কর ধ্বংস’ ডেকে আনতে পারে।
পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এসব মন্তব্য আসলে নতুন করে আগ্রাসনের অজুহাত তৈরি করার প্রচেষ্টা, যা শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে।
বিবৃতিতে বলা হয়, যদি আগ্রাসন শুরু হয়, পাকিস্তান কোনো সংযম দেখাবে না; আমরা দৃঢ়ভাবে, দ্রুত ও বিধ্বংসীভাবে জবাব দেব। ভারত যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয়, তবে আইএসপিআর সাফ জানায়, যদি এমন পরিস্থিতি আসে, মুছে যাওয়াটা পারস্পরিক হবে। সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/একেএ